নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো মোজো সাপোর্ট প্যালেস্টাইন” র‍্যালি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো মোজো সাপোর্ট প্যালেস্টাইন” র‍্যালি।

চলমান ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারন নিরীহ ফিলিস্তিনিদের। বাফা কিংবা গাজার আশ্রয় শিবিরেও তারা নিরাপদ নয়। ধ্বংস হয়েছে রাস্তাঘাট বাড়িঘর মসজিদ সহ বেশিরভাগ স্থাপনা। শেষ আশ্রয়স্থান টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে সাধারণ নিই শিশু ও ফিলিজিনিরা। চিকিৎসা, খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি, সংযোগের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে পড়েছে নির্যাতিত ফিলিস্তিনের সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের একান্ত ভালোবাসা নিয়ে আকিজ ফুড আন্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় ব্র্যান্ড “মোজো” ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিক্রয়কৃত মোজোর প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় তারই ধারাবাহিকতা ৩ জুন নারায়ণগঞ্জ শহরে আয়োজন করা হয় ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইনা ব্যালি। মোজোর এ মহৎ উদ্যোগে ব‍্যালিতে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং নারায়ণগঞ্জ শহরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনিদের সাপোর্ট এ। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে শুরু করে বঙ্গবন্ধু রোড, ২নং রেল গেট হয়ে কালীর বাজার গিয়ে র্যালিটি শেষ হয়।

 

অবিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার জনাব মাইদুল ইসলাম জানান, যুদ্ধ কারো জন্যই কাম্য নয়, আমরা চাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক। মানবিক দিক বিবেচনা করেই মোজো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় ব্র্যান্ড মোজোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। “মোজো সাপোর্ট প্যালেস্টাইন” কার্যক্রমে এখন পর্যন্ত ডোনেশনের পরিমান: ফিলিস্তিন এম্বাসিতে ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা এবং World Food Programme (WFP)- এর মাধ্যমে আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট মা মেজো কর্তৃক গাজাতে ডোনেশনের পরিমান ৫,৪৭,৫০,০০০ (পাঁচ কোটি সাত চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com