প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন না’গঞ্জ কৃষকলীগ
প্রেসবাংলা ২৪. কম: কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা কৃষক লীগের আলোচনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ এপ্রিল ) বিকেলে হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নাজিমউদ্দীন আহম্মেদ বলেন, আমার দলের উর্ধ্বতন নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, যারা দলের একনিষ্ঠ কর্মী তাদের অবস্থান আজ ভালো নেই। তাই আমি অনুরোধ করবো তৃনমূলের কর্মীদের দিকে সুদৃষ্টি প্রদান করবেন। বাংলার সাধারণ মানুষের কথা ভেবে বঙ্গবন্ধু কৃষক লীগ ও শ্রমিক লীগ গঠন করেছিলেন। এ দুটো সংগঠনকে ঘিরে বঙ্গবন্ধুর অনেক আশা ছিলো। কিন্তু খন্দকার মোশতাকরা তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। আজও আমাদের মাঝে সেই সকল খন্দকার মোশতাকরা রয়ে গেছে। তাদেরকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা কৃষক লীগের আহবায়ক এড এস এম ওয়াজেদ আলী খোকন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, জেলা কৃষক লীগ নেতা আবুল কাশেম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সদর থানা কৃষক লীগের সভাপতি কাশেম সম্রাট, সাধারণ সম্পাদক রানা আহমেদ, বন্দর থানা কৃষক লীগের আহবায়ক মাইনউদ্দিন আহমেদ তুষার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি ইয়াসিন মিয়া প্রমুখ।