পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ
প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পূর্ব ইসদাইর যুব সংঘ।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে ইসদাইর বুড়ির দোকান সংলগ্ন মাঠে সামাজিক সংগঠন পূর্ব ইসদাইর যুব সংঘের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসরাফ উদ্দিন আহমেদ মাসুম, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ফায়জুল ইসলাম, আবদুল আউয়াল মেম্বার, আলি আকবর, প্রয়াত রাজনৈতিক নেতা মাহাতাব উদ্দিন আহমেদ লালের সহধর্মীনি রুমা আহমেদ, প্রফেসর ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ফারুক, আবদুল মান্নান, মন্টু, আবুল বাসার, আব্দুর রব ঢালি, প্রফেসর জাহিদুল ইসলাম, হাজী কলিমুললাহ, হাজী রুহুল আমিন, আলম চান, ফিরোজ মাহমুদ সামা, সোহেল শিকদার, মনিরুজ্জামান জামান, সাইফুল খান জিবু, মো: ফারুক হোসেন, পূর্ব ইসদাইর যুব সংঘ এর সাধারণ সম্পাদক শিমুল, যুগ্ম সম্পাদক এহসানুল হাসান শাহিন ও দীন ইসলাম সুজন সহ আরো অনেকে।