নৌপথে আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর নৌ-থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ই এপ্রিল) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন সদর নৌ থানায় নৌপথে আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।

এ সময় মত বিনিময় সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, আসছে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য এ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন ৬ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত কোন প্রকার বাল্কহেড চলাচল করা যাবে না এবং অনেকে বাহানা করেন যে আমরা জানিনা আমরা অনেক দূর থেকে এসেছি আমাদেরকে যেতে দেন কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী কোন প্রকার তাদেরকে ছাড় দেব না এবং যেতেও দেবোনা। সেই সাথে লঞ্চ মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনভাবেই লঞ্চের ছাদে যাত্রী বহন করা যাবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করলে আইনের আওতায় আনা হবে। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এবং নৌপথে চাঁদাবাজি বন্ধে কঠোরহুশারিও দেন তিনি।

এই সময় মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক, লঞ্চ মালিক কর্তৃপক্ষ, ঘাট ইজারাদার কর্তৃপক্ষ, মাঝিরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com