মহান স্বাধীনতা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
প্রেসবাংলা ২৪. কম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৬শে মার্চ) সকাল ১১ টায় নগরীর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্য্যলয়ে এ কর্মসূঢী পালন নারায়নগঞ্জের জেলা আওয়ামী লীগ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই এ-র সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসানাত মোঃ শহিদ বাদল এ-র সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ আরুজ রহমান ভুইয়া, মোঃ শহিদুল্লাহ মিয়া, সাবেক এমপি হুসনে আরা বেগম বাবলী, মোঃ জাহাঙ্গীর আলম,এ্যাড, নান্নু মিয়া মরিয়ম কল্পনা, মোঃ নাসির উদ্দীন, মোঃ আবু সুফিয়ান সহ প্রমূখ।