বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজমেরী ওসমানের দোয়া ও কেককাটা অনুষ্ঠিত
প্রেসবাংলা ২৪. কম: বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজমেরী ওসমানের উদ্যাগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) বাদ এশা নগরীর আল্লামা ইকবাল রোডস্থ আজমেরী ওসমানের নিজ বাসভবনের নিচতলায় কেক কাটা ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের খতিব মুফতি ওসমান গণি কসেমী।
কেক কাটা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুবনেতা আজমেরী ওসমান, কাজি আমির, আব্দুল হামিদ প্রধান, মোঃ নাসির ও মোঃ মনির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।