কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী জেলা বিএনপির লিফলেট বিতরণ

প্রেসবাংলা ২৪. কম:  সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শনিবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়, চিটাগাং রোডের সাধারণ জনগণ, যানবাহনের যাত্রী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সহ- সভাপতি সেলিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন, সাবেক সহ- সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মঞ্জুরুল আলম মুছা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ কে হিরা, সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন রনিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে ব্যবহার করে গত ৭ জানুয়ারি একটি ড্যামি নির্বাচন আয়োজন করেছে। দেশের মানুষ এই পাতানো ড্যামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ক্ষমতার লোভে এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের গণতন্ত্রকে বিকিয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এমন পর্যায়ে পৌছেছে যে মানুষ এখন বাজারে দিয়ে কাঁদে। চাল কিনলে ডাল কিনতে পারে না, তেল কিনলে লবন কিনতে পারে না। দেশের মানুষকে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জেলা বিএপির নেতৃবৃন্দ  মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com