আইনজীবীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান এড. রাজিয়া কাঞ্চি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য পদে জয়লাভ করে আইনজীবীদের সেবায় নিয়োজিত হবার পথচলা শুরু করেছিলেন তরুনী আইনজীবী রাজিয়া আমিন কাঞ্চি। সেই ২০১৫-২০১৬ থেকে শুরু হয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির সঙ্গে থেকে নানা উন্নয়ন কর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন।

এবারও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া পরিষদে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নির্বাচন করে আইনজীবী ভোটারদের সেবা করার উদ্দেশ্য নির্বাচনী মাঠে রয়েছে তিনি।

জানা যায়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিভাগের উপর অর্নাস মাস্টার্সের পর আইন পেশায় নিজেকে নিযুক্ত করেন। পরবর্তীতে ২০১৫-২০১৬ বর্ষে আওয়ামী লীগ সর্মথিত প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য হিসাবে আইনজীবীদের সমিতিতে নির্বাচন করে জয়লাভ করেন। পরবর্তীতে বিগত ২১-২২ সনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দায়িত্ব পালন করেন। এবার ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী হিসাবে জুয়েল-মোহসীন পরিষদে নির্বাচন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়,  এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নারায়ণগঞ্জের ১২’শ আইনজীবীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার ধারা অব্যাহত রাখবেন বলে অভিমত ব্যক্ত করেছেন। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় একজন সাদাসিদে সহজ সরল আইনজীবী হিসেবে সকলের মাঝে পরিচিত তিনি। ৩০ জানুয়ারি  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  সাহিত্য ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করছেন রাজিয়া আমিন কাঞ্চি সকলের ও আইনজীবীদের ভোট কামনা করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com