দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু: আজ শুভ মহালয়া
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহালয়ার মধ্য দিয়ে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় নারায়ণগঞ্জসহ সারাদেশের মন্দিরগুলোতে মহালয়ার অনুষ্ঠান হয়।
প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ গীতিআলেখ্য ‘রূপে রূপান্তরে মহামায়া’ পরিবেশন করে ‘চিত্রাঙ্গদা বরগুনা নৃত্যগ্রুপ’। এ সময় অনেক ভক্ত উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে। আর এর মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
নারায়ণগঞ্জের দেওভোগ শারদীয় দূর্গা পূজো আয়োজকরা জানায়, মহালয়ার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আসেন অন্য ধর্মাবলম্বীরাও। আর এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে নগর।
আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় ‘দেবীপক্ষ’। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবীদুর্গা। মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে।
নারায়ণগঞ্জ জেলায় এবার মোট দুইশত বিশটি মন্ডপে উদযাপিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। জেলার ২২০ টি মন্ডপের মধ্যে সদর এলাকায় ৪২ টি, ফতুল্লায় ২৮টি, বন্দরে ২৮টি, সিদ্ধিরগঞ্জে ৭টি, সোনারগাঁয়ে ৩৩টি, আড়াইহাজারে ৩২টি এবং রুপগঞ্জে ৫০টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গাপূজা।