বিএনপির সমাবেশে বিশাল মিছিল নিয়ে তাঁতীদলের যোগদান
শহীদ হােসেন, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সিগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ্বালানী তেলের অস্বাভাবিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং সহ বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টম্বর) বিকেল ৩টায় নগরীর চাষাড়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
মিছিলে উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, সোনারগাঁ থানা তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, আড়াইহাজার থানা তাঁতীদলের সভাপতি সামসুল হক ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম, মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর ও হানিফ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।