বক্তাবলী ইউপি ৬ নং ওয়ার্ড আ’লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিত সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুলাই) বিকালে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সংলগ্ন ওয়ার্ড কার্যালয়ে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রহমান আব্দুল হালিম,বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ সদরউদ্দিন আহম্মেদ মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী ফখরউদ্দিন,সলিমউল্লাহ সলিম,মোঃ জামাল হোসেন,হাসান আলী, মোঃ মোতালিব,আক্তারুজ্জামান শামীম,আব্দুল মতিন,দুলাল হোসেন,মোঃ ইসলাম, মোঃ সাহাদুল্লাহ,মনির হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।

সদরউদ্দিন আহম্মেদ বলেন,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে ৬ নং ওয়ার্ড হবে সবচেয়ে বেশী শক্তিশালী। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তার নির্দেশ মোতাবেক কাজ করে যাবো।বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করতে ফতুল্লা থানা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন,যারা আওয়ামী লীগ করতে গিয়ে হামলা,মামলার শিকার হয়েছে তারা আজ কমিটিতে নেই।পকেট কমিটির নামে বিএনপি -জাতীয় পার্টির লোকদের স্থান দেয়া হচ্ছে। এতে করে দলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে দলের ভিতর ঘাপটি মেরে থাকা একটি চক্র। এ বিষয়ে সর্তক দৃষ্টি রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মোঃ মোক্তার হোসেন বলেন নাসির মাদবর ১৪ বছর যাবত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও আজো পর্যন্ত কোন কর্মীকে কিছু দেয়নি।উনি আওয়ামী লীগের ভিতর বিভ্রান্তি ছড়াচ্ছে। সেগুলো বন্ধ করে দলের ঐক্য ধরে রাখতে সকলের প্রতি আহবান জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com