ফতুল্লায় বেতন-ভাতার দাবিতে সড়ক ৩ ঘন্টা সড়ক অবরোধ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে ফতুল্লায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে রূপসী নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দীপঙ্কর নামে একজন এএসআই আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।