১৬ নং ওয়ার্ডে কবির হোসেনের উঠান বৈঠক

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশন নির্বাচ‌নে ১৬নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মোঃ ক‌বির হো‌সে‌নের ব‌্যাড‌মিন্টন প্রতী‌কের নির্বাচনী উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

গতকাল বুধবার রা‌তে দেও‌ভোগ এল.এন.এ রোড এলাকাবাসীর আ‌য়োজ‌নে এ উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

উঠান বৈঠ‌কে উপ‌স্থিত মুরু‌ব্বিরা তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন আমরা এল.এন.এ রোড এলাকাবাসী ভদ্রতায় বিশ্বা‌সি। আমরা ভোট দি‌য়ে এমন কাও‌কে নেতৃত্বে আন‌বোনা যারা সমা‌জে সন্ত্রাসী হি‌সে‌বে প‌রি‌চিত। আমরা তা‌কেই ভোট দি‌বো যি‌নি সমা‌জে গ্রহন‌যোগ‌্য। যা‌কে ভোট দি‌লে আমা‌দের সমা‌জ উপকৃত হ‌বে। সমা‌জের গরীব দুঃখী‌দের উপকার হ‌বে। সে হি‌সে‌বে এবা‌রের নির্বাচ‌নে ১৬নং ওয়ার্ডবাসীর জন‌্য একজন যোগ‌্য প্রার্থী হ‌চ্ছেন ক‌বির হো‌সেন। কারন সমা‌জে সৎ, ন‌্যায়পরায়ন ও দানবীর ব‌্যা‌ক্তি হি‌সে‌বে প‌রি‌চিত ক‌বির হো‌সেন।
শুধু তাই নয়, সততা নিষ্ঠা এবং ক‌ঠোর প‌রিশ্রমের মাধ‌্যমে একজন সফল ব‌্যবসায়ী হি‌সে‌বেও নি‌জে‌কে প্রতি‌ষ্ঠিত ক‌রে‌ছেন ‌তি‌নি। যার ফলশ্রু‌তি‌তে অ‌ধি‌ষ্ঠিত হ‌য়ে‌ছেন হো‌সিয়ারী ব‌্যবসা‌য়ি‌দের সংগঠন বাংলা‌দেশ হো‌সিয়া‌রি এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভাপ‌তি এবং গা‌র্মেন্টস ব‌্যাবসা‌য়ি‌দের সংগঠন বি‌কেএমইএ’র প‌রিচালক প‌দে। তাছাড়া দেও‌ভোগ পা‌নির টাংকী মস‌জি‌দের সভাপ‌তি তি‌নি। আল্লাহর ঘ‌রে একমাত্র তি‌নিই সভাপ‌তি হ‌তে পা‌রেন যার সমা‌জে গ্রহন‌য্গ্যেতা র‌য়ে‌ছে। তাই আগামী ১৬জানুয়া‌রি অনু‌ষ্ঠিত নির্বাচ‌নে ব‌্যাড‌মিন্টন প্রতী‌কে ভোট দি‌য়ে সৎ এবং যোগ‌্য প্রার্থী হি‌সে‌বে ক‌বির হো‌সে‌নকে কাউ‌ন্সিলর প্রার্থী হি‌সে‌বে নির্বা‌চিত কর‌বো ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি মাসুদুর রহমান খসরুর সভাপ‌তি‌ত্বে উঠান বৈঠ‌কে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বীর মু‌ক্তি‌যোদ্ধা সা‌মিউল্লাহ মিলন, মাসুদুর রহমান খসরু, আলী হো‌সেন, মোশারফ হো‌সেন কামাল, মোঃ শামসুর রহমান ফালান, হাবীব মু‌ন্সি, শহীদ হো‌সেন ডিপটী, আবদুস সালাম বাদল, এড. আকবর আলী, আব্দুস সালাম বাদল, জিয়াউর রহমান জিয়া সহ এল.এন.এ রোড এলাকার গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com