নারায়ণগঞ্জে নতুন ডিসি মঞ্জুরুল হাফিজ
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মো: মঞ্জরুল হাফিজ। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
মো: মঞ্জুরুল হাফিজ চাপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর তিনি চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন।
এরআগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।