নৌকার প্রার্থী জাকিরের পাশে খোকন সাহা
প্রেসবাংলা ২৪. কম: আলীরটেক ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের পক্ষে ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে আলীরটেকের ডিক্রিরচরে উপস্থিত হয় খোকন সাহা। পরবর্তীতে খোকন সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাকির হোসেন।
এ সময়ে নৌকার প্রার্থী জাকির হোসেনের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন খোকন সাহা। তিনি সাধারণ ভোটারদের নৌকার পক্ষে ভোট দেবার আহবান জানান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী নেতা সুজিত সরকার, সদর থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী নূর মোল্লা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ খোকন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, যুবলীগ নেতা এসবি শাহীন, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক শাহীন রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।