আড়াইহাজারে স্কুল ছাত্রী অপহরণ
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার(১৬)কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, ৬জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকায়।
অপহৃতার পারিবারিক সূত্রে জানাগেছে,বেশ কয়েকমাস যাবত পাঁচগাও চরপাড়া এলাকার ১০ম শ্রেনীতে পড়–য়া কন্যা সাদিয়া আক্তার প্রাইভেট পড়কে যাওয়ার সময় পাঁচগাও নয়াপাড়া এলাকার বখাটে যুবক নাঈম মিয়া (২০) সহ তার সহযোগিরা উত্তক্ত করত। এ ঘটনা সাদিয়া আক্তারের পিতা-মাতা জানার পর বখাটে নাঈমকে শাসানো হয় এবং তার পরিবারের কাছেও জানানো হয়।
গত মঙ্গলবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নাঈম ও তার বেশ কয়েকজন সঙ্গী মিথ্যা কথা বলে সাদিয়া আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত একটি সিএনজি যোগে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর নাঈমের পিতা-মাতাকে ঘটনাটি জানালে উল্টো তারা সাদিয়া আক্তারের পিতা-মাতাকে হুমকী দেন বলে অপহৃতার পিতা মোহসীন কবির জানান। মোহসীন কবির জানান,অপহরণকারী নাঈমের পিতা ও স্বজনরা হুমকী দেন যে,এ ঘটনা পুলিশ সহ কাউকে জানালে সাদিয়া আক্তারকে হত্যা করা হবে। তাদের হুমকীতে ভয়ে সাদিয়া আক্তারের পিতা মোহসীন কবির চুপ করে থাকলেও শনিবার (১০ জুলাই) সকালে তিনি বাদী হয়ে আড়াইহাজার থানায় নাঈম সহ ৬জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২/৩জনকে কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অপহৃতা সাদিয়া আক্তার পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। মোহসীন কবির জানান, অভিযোগটি পুলিশের উপপরিদর্শক মনিরুল ইসলাম তদন্ত করছে। তরিৎ তার কন্যাকে উদ্ধার না করতে পারলে অপহরণকারীরা তার বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অপহৃতকে উদ্ধার বা কোন অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি।