খান মাসুদের উদ্যোগে অটিজম শিক্ষার্থীদের খাবার বিতরণ করলেন নিপু

খান মাসুদের উদ্যোগে অটিজম শিক্ষার্থীদের খাবার বিতরণ করলেন নিপু

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪‘ম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে অর্টিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮সেপ্টম্বর) বন্দর ইউনিয়নের দক্ষিন কলাবাগস্থ ডাঃ এ.এফ. হক অর্টিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর ক্লাস রুমে এ কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান (নিপু)।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হাসান নিপু বলেন, সকল বাধা পেরিয়ে যার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে সে আমাদের জতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আজকে ৭৪ তম জন্মদিন। কেন্দ্রীয় যুবলীগের ঘোষণার ৪ দিনের কর্মসূচির আজকে শেষ দিনে জেলা যুবলীগের পক্ষ থেকে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার এবং প্রধানমন্ত্রী‘র সুস্বাস্থ্য কামনা করে দোয়ার আয়োজন করেছে তাই আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডাঃ এ.এফ. হক অর্টিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোরশেদ আলম আখিঁ, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন, বন্দর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল কবির,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহেব হোসেন লিটন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, শেখ মমিনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com