গরুর হাটে মাস্ক ছাড়া ক্রেতা বিক্রেতা প্রবেশ করতে পারবে না: পুলিশ সুপার

গরুর হাটে মাস্ক ছাড়া ক্রেতা বিক্রেতা প্রবেশ করতে পারবে না: পুলিশ সুপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আসন্ন ঈদ-উল-আযহা উৎযাপনে পশুর হাটে আইন শৃঙখলা নিরাপত্তা বিষয়ে হাট ইজারাদারদের সাথে মত বিনিময় করে জেলা পুলিশ সুপার জাহেদুল আলম।

শনিবার (২৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পুলিশ সুপারে (এসপি) জায়েদুল আলম বলেন, সড়ক বা নৌ পথ দিয়ে যাওয়ার সময় কোন পশুবাহী ট্রাক বা নৌকা থে‌কে জোরপূর্বক ভাবে নামনো যাবে না। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। গরুর হাটে মাস্ক ব্যতিত কোন ক্রেতা বা বিক্রেতা প্রবেশ করতে পারবে না। এ ব্যাপারে হাট ইজারাদারসহ সবাইকে সতর্ক থাকাতে হবে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক,সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) মো. সালেহ আহমেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ রুবেল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com