অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

ফতুল্লায় অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থেকে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় চুরি করা ৫ টি ব্যাটারি চালিত রিক্সা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. বাবুল (৩০), মো. শরিফুল (২৪) ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু (১৬)।

 

শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, এটি একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চোর চক্রের সদস্যরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা হতে অভিনব কৌশলে ব্যাটারী চালিত রিক্সা চুরি করে এনে ফতুল্লার ধর্মগঞ্জ ডালিপাড়া রোডস্থ বাবুলের রিক্সা গ্যারেজে গোপনে মজুদ করে রাখে। বাবুলের গ্যারেজে মজুদকৃত চোরাই ব্যাটারী চালিত রিক্সাগুলো গ্রেফতারকৃত আসামী মো. শরিফুল এর সহযোগিতায় নারায়ণগঞ্জসহ ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রয় করে থাকে।

 

১২ জুলাই র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সেখানে আরও বলা হয়, বাবুল এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের চোরাই কার্যক্রম পরিচালনা করে আসছে। র‌্যাব-১১ এর অনুসন্ধানে চুরি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চোর চক্রকে সনাক্তকরণ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ১১ জুলাই ফতুল্লার ধর্মগঞ্জ ডালি পাড়া এলাকায় একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতাসহ উপরোক্ত ০৩ জন আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চোরাই কর্মকান্ড বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com