সড়ক দূর্ঘটনা

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ ২ জন নিহত

 

ঝিনাইদহ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছে।

শনিবার (২৭জুন) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সকালে বলিদাপাড়া এলাকার মহাসড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা খাতুন নামের ২য় শ্রেণীর এক স্কুলছাত্রী। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। অপরদিকে সকালে সদর উপজেলার খড়িখালী এলাকায় মাইক্রোবাসের বাসের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com