নগরীর পাইকপাড়ায় করোনায় নিহত নারীর দাফনে টিম খোরশেদ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর পাইকপাড়ায় এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টায় সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নারীর নাম চৈতী আক্তার। তিনি এক সন্তানের জননী।
তার মৃত্যুর পর স্থানীয় ১৭নং ওয়ার্ড কাউন্সিলরের আহ্বানে দাফনের ব্যবস্থা করে টিম খোরশেদ।
এ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের দাফন টিম তাদের ৯০তম দাফন সম্পন্ন করলো।
সাজেদা হাসপাতাল থেকে সকাল ৬টায় লাশ সংগ্রহ করে টিম খোরশেদ। পরবর্তীতে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার গোসল সম্পন্ন করেন। এরপর টিম খোরশেদের উদ্যোগে কাফন ও জানাযা সম্পন্ন হয়।