অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগ নেতা সিনহার খাদ্য বিতরণ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগ নেতা সামিউন সিনহার উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১৭ই এপ্রিল) সকাল ১০ টায় ফতুল্লার পিলকুনি ৫তলা এলাকায় অয়ন ওসমানের নির্দেশে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউন সিনহা।
তিনি জানান, লালখাঁ, পিলকুনী ৫তলা, আলীগঞ্জ সহ আশেপাশের এলাকায় শতাধিক কর্মহীন অসহায় পরিবারের দ্বারপ্রান্তে চাল, আলু, পিয়াজ, ডাল, আটা ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন।