সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে আলামিন এক্সপোর্ট লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঐ গার্মেন্টস কারখানার সামনে দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত  বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিয়ে তিনদিন  গার্মেন্টস চালু রাখে। তিনদিন পর মঙ্গলবার সকালে শ্রমিকরা বেতন চাইলে মালিকপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ সৃষ্টি করে। ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানাটি পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছে।
শ্রমিক তিশা অভিযোগ করে বলেন, বিশ্ব যখন এই মহামারী করোনায় আক্রান্ত তখন মালিকপক্ষ আমাদের গার্মেন্টস কারখানা বন্ধ না দিয়ে বেতন-ভাতা লোভ দেখিয়ে তিন দিন গার্মেন্টসের কাজ চালিয়ে যেতে বলে। মালিকপক্ষের কথামতো আমরাও তিন দিন বিনা হাজিরায় আমরা কাজ চালিয়ে যাই। আমরা তিনদিন পর বেতন চাইতে গেলে আমাদের বেতন দিতে মালিকপক্ষ অস্বীকৃতি জানায়। সারাদেশে যান চলাচল বন্ধ। পায়ে হেঁটে আমরা অফিস করেছি। এখন এ পরিস্থিতিতে বেতন না দিলে আমরা কিভাবে চলব। বেতন না দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এখন আমরা কোথায় যাব বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  সুজন রঞ্জন তালুকদার জানান, বকেয়া বেতনের দাবিতে আলামিন এক্সপোর্ট লিঃ কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে আগামীকাল সকাল ১১ টায় বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিক শান্ত হয়ে ফিরে যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com