জালাপিনো’তে শুরু হচ্ছে মাসব্যাপি ফটো এন্ড ফুড ফেস্টিভেল

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে চাষাঢ়ায় প্রাণকেন্দ্রে জালাপিনো রেস্টুরেন্টে মাসব্যাপি শুরু হচ্ছে ফটো এন্ড ফুড ফেস্টিভেল। নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি) এবং জালাপিনো রেস্টোরেন্টের যৌথ উদ্যোগে আগামী ১৪ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এ প্রদর্শনী। চলবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর বারটা থেকে রাত দশটা পর্যন্ত জালাপিনো রেস্টুরেন্টে সকলেই প্রিয়জন নিয়ে ছবি দেখার পাশাপাশি উপভোগ করতে পারবেন নানান সুস্বাদু খাবার । প্রদর্শনীতে স্থানীয় ফটোগ্রাফার ছাড়াও থাকবে আন্তর্জাতিক ফটোগ্রাফারদের নান্দনিক সব ছবি।

 

প্রদর্শনীতে বিশেষ ছাড়ে কিনতে পারবেন নিজের পছন্দের ছবিটি। এছাড়া খাবারেও থাকবে বিশেষ মূল্যছাড়। প্রদর্শনী থেকে আয়ের অর্থ ব্যায় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

এ বিষয়ে ৮ ফেব্রুয়ারী জালাপিনো রেস্টুরেন্ট ও এনপিসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় এসময় এনপিসির পক্ষে জয় কে রায় চৌধুরী ও জালাপিনো রেস্টুরেন্টের পক্ষে আফজাল হোসেন পন্টি চুক্তি স্বাক্ষর করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com