বোবা ও বধির যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে মিজমিজি আলামিন নগর এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে । নিহত যুবকের নাম মো. সিরাজ। সে বোবা ও বধির ছিল বলে নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ্ পারভেজ বলেন, ছেলেটি স্বাভাবিক ছিল না। সে বোবা ও বধির ছিল। যার ফলে তাকে মারধর করা হলেও বিরোধীতা করে কোন কিছু বলতে পারেনি। নিহত সিরাজ সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ মিয়ার পুত্র।
উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ৯টায় ও বেলা পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় এক শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে দুই যুবকের সন্দেহ হয়। ইতোমধ্যে শিশুটির বাবা ঘটানস্থলে গেলে শিশুটি তার বাবার কাছে চলে যায়।
এ ঘটনায় উপস্থিত লোকজন ওই যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।