ফতুল্লায় ছেলেধরা সন্দেহে ফুল ব্যবসায়ী আটক !

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেধরা সন্দেহে রাসেল মিয়া (৪৫) নামে এক ফুল ব্যবসায়ীকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

 

শনিবার রাত সাড়ে ৯ টায় ফতুল্লার লালখা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফুল ব্যবসায়ী রাজধানীর জুরাইন দারোগা বাড়ি রোডের নূর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লালখা এলাকার ইবু মিয়ার বাড়ির ভাড়াটিয়া শাহজাহান গাজীর মেয়ে প্রিয়া(৬) দোকান থেকে বিস্কুট কিনে বাসায় ফেরার পথে অজ্ঞাত এক ব্যাক্তি(রাসেল) তাকে হাত ধরে সঙ্গে নেয়ার চেষ্টা করে।

 

এসময় স্থানীয় লোকজন কাছে আসলে রাসেল দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে ছেলেধরা সন্ধেহে এলাকাবাসী রাসেলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। রাসেলের স্ত্রী নাসিমা রাত ১১ টায় ফতুল্লা মডেল থানায় এসে তাকে সনাক্ত করে বলেন, সে বিভিন্ন এলাকায় ঘুরে ফুল ব্যবসা করেন। রাসেল ছেলেধরা নয়।

 

ওসি আসলাম হোসেন জানান, রাসেল সম্পর্কে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com