কাশীপুর সমাজ উন্নয়ন সংসদে আল আমিন, সাইফুল, লিটন ও সাব্বির নির্বাচিত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : কাশীপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন-কাশীপুর সমাজ উন্নয়ণ সংসদে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আল আমিন, সহ-সভাপতি পদে হাজী সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে এস এম লিটন ও ক্রীড়া সম্পাদক পদে এসএম সাব্বির নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ জুলাই) ফলাফল গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জাফর উল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। মোট ১৪৪৬ জন ভোটারের মধ্যে ১১৯৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সহসভাপতি পদে হাজী সাইফুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে ৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তোফাজ্জল হোসেন থোকন মোমবাতি প্রতীকে পান ৪৭১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো: আল আমিন দোয়াত কলম প্রতীকে ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি অপর দুই প্রার্থী হুমায়ুন কবির বই প্রতীকে ৩৪১ ভোট ও ফরিদ আহমেদ ছাতা প্রতীকে ১৯৮ ভোট পান।
অন্যদিকে ক্রীড়া সম্পাদক পদে এস এম সাব্বির ফুটবল প্রতীকে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতিকুর রহমান রাসেল ব্যাট প্রতীকে পান ৫৮৬ ভোট।
এর আগে উপদেষ্টা পরিষদের ভোটে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোমেন শিকদার সভাপতি নির্বাচিত হন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সাইদুল ইসলাম জুয়েল সাংগঠনিক সম্পাদক, বাহাউদ্দিন কর্ণেল অর্থ সম্পাদক, এসএমএইচ টিটু সাহিত্য সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।