জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির বৃহত্তর অংশের দোয়া
প্রেসবাংলা ২৪. কম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির বৃহত্তর অংশের উদ্যোগে মিলাদ দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ মে) বাদ যোহর নাসিক ২৩নং ওয়ার্ডস্থ কবিলের মোড় এলাকায় এ আয়োজন করা হয়।
মিলাদ দোয়া পূর্বে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একটি তলাবিহীন দেশের হাল ধরে ছিলেন। দেশের মানুষ এখন সব ভুলে যাচ্ছে ২৬শে মার্চ যদি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিতো তাহলে দেশ আজকে স্বাধীন হতো না।
তিনি আরো বলেন, দেশের অন্তিম মুহূর্তে মেজর জিয়ার আগমন ঘটে ছিলো। ৭১ সালে যখন পাকিস্তানী হানাদার বাহিনীরা নিরীহ বাঙ্গালীদের গুলি করে হত্যা করছিলো। ঠিক তখনই মেজর জিয়া নিজের দায়িত্ব নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন।
জাতির ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ঐতিহাসিক যুগান্তকারী দায়িত্ব পালন করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয় এবং তিনি যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দিয়েছেন। বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে বাংলাদেশ আজ গণতন্ত্র হারিয়ে গেছে। সেই গণতন্ত্র ফিরে আনতে বাংলাদেশে বিএনপি সরকার দরকার।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেন, সদস্য সচিব আওলাদ হোসেন, যুগ্ম-আহবায়ক এ্যাড. আবউল কালাম আজাদ, রাশেদ আহম্মেদ টিটু, বন্দর থানা বিএনপির আহবায়ক হান্নান সরকার, সদস্য সচিব এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, যুগ্ম-আহবায়ক সুলতান আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, আল-মামুন, বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক আমির হামজা, বন্দর থানা বিএনপি নেতা হুমায়ুন মোল্লা, ফারুক চৌধুরী, মহিবুল, রোমান চৌধুরী, আলম, জিপু সহ মহানগর বিএনপির বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।