সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত কালাম
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান কালাম।
মঙ্গলবার (২১ মে) ভোট গননা শেষে বেসরকারি ভাবে কালামকে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে মাহফুজুর রহমান কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল ওমর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৬২৫।