ওলামা পরিষদ এর মাসব্যাপি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদ এর উদ্যোগে মহানগর ওলামা পরিষদ এর মাসব্যাপি সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) বাদ আসর চাষাড়া সলিমুল্লাহ রোড নারায়ণগঞ্জ ওলামা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, মুফতী এহতেশামুল হক কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ফতুল্লা থানা ওলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা ইছাহাক, বিশিষ্ট ব্যাবসায়ী আবু সাঈদ, ওলামা মাশায়েক নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি সাইফুদ্দিন মনির প্রমুখ।
এ সময়ে আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করার জন্য সদস সংগ্রহ চলমান থাকবে বলে জানানো হয়।