বন্দর উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করলেন সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা

প্রেসবাংলা ২৪. কম: বন্দর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বুধবার (৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দরের উপজেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন তিনি।

এসময় দলীয় নেতাকর্মী এবং উপস্থিত সকল ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখে তিনি এমন মন্তব্য করেন। সুশৃঙ্খলভাবে ভোট গ্রহন হচ্ছে এবং সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

এ সময় বন্দর উপজেলা কেন্দ্র থেকে শুরু করে বন্দরের বেশ কয়েকটি কেন্দ্রে সরজমিনে উপস্থিত হয়ে ভোটার ও স্থানীয় নেতাকর্মীর সঙ্গে কুশলাধি বিনিময় করেন তিনি।

এসময় পর্যবেক্ষণকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সহ-সভাপতি আজিজুর রহমান বাদল ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল সহ জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com