“নারায়ণগঞ্জকে কারো কাছে ইজারা দেয় হয়নি, যখন যা খুশি তাই করবেন”

প্রেসবাংলা ২৪. কম: ভুঁইফোড় ব্যাক্তি,ইসলামী শিক্ষা ও কওমী মাদরাসা নিয়ে অপপ্রচার বন্ধের দাবীতে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় আলেম ওলামাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়ের ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বুধবার ( ৮ মে) বাদ আছর চাষাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে নারায়ণগঞ্জ চাষাড়া জোন উলামা পরিষদ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপস্থিত বক্তারা বলেন, হেফাজতত ইসলাম যদি নারায় তাকবীর দিয়ে মাঠে নামে তাহলে ঐ লাল বামরা পালাবার জায়গা পাবে না। সুতরাং এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গত ১ সাপ্তাহ যাবৎ কিছু ভুইফোর সংগঠনের নাম দিয়ে ওলামাদের বদনাম করবেন। ইসলামকে কুটুক্তি করবেন, তাহলে ভবিষতে নারায়ণগঞ্জে ডুকতে দেয়া হবে না। যে ঝামেলা হয়েছিলো, সেটা মেয়র আইভীর ভাই উজ্জল সহ প্রশাসনের মাধ্যমে মিটমাট হয়েছে, কেনো ২ মাস পরে আবার মামলা হলো। হেফাজত ইসলাম একটি শান্তিপ্রিয় সংগঠন। এই শান্ত প্রিয় সংগঠনকে অশান্ত করার চেষ্ঠা করবেন না। নারায়ণগঞ্জকে কারো কাছে ইজারা দেয় হয়নি, যখন যা খুশি তাই করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই হেফাজতের কর্মসূচি রয়েছে, যদি মামলা এর মধ্যে প্রত্যাহার না করেন কর্মসূচিতেই রাজপথে দেখা হবে।

নারায়ণগঞ্জ চাষাড়া জোন ওলামা পরিষদের সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা মো. সুলাইমান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা কামালউদ্দিন দায়েমী এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মহানগর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মাহমুদুল্লাহ, মাওলানা রহমতউল্লা, মাওলানা তাইজুল ইসলাম আব্বাস, মাওলানা মুস্তাফিজুর রহমান সহ চাষাড়া জোন উলামা পরিষদের নেতৃবৃন্দরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com