কাজিম উদ্দিন স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র চারবারের নির্বাচিত সভাপতি প্রয়াত শ্রমিক নেতা আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ মে) দুপুরে শহরের চাষাঢ়াস্থ তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনিসুর রহমান, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সভাপতি (চলতি দায়িত্ব) একেএম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ, সহ সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অর্থ সম্পাদক মো: ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক শ্রী রতন বসু, দপ্তর সম্পাদক মো: মজিবুর রহমান, কার্যকরী সদস্য মো: মিজানুর রহমান খান, মো: এনামুল হক মুক্তার প্রমূখ।

সভায় কাজিম উদ্দিন প্রধানের স্মৃতিচারণ করে বক্তারা বক্তব্য রাখেন। এবং বক্তব্য শেষে কাজিম উদ্দিন প্রধানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সাধারণ সম্পাদক হানিফ মিয়ার সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মো: সুমন, মো: পারভেজ, মো: জামান ও মো: সোহেলসহ আরও অনেকে।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজিম উদ্দিন প্রধান ইন্তেকাল করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com