নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে রিপন সর্দারের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু, গণ মানুষের নেতা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বাদ জোহর চাষাড়াস্থ রেল লাইন সংলগ্ন এলাকায় রিপন সর্দারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এদিন সকাল থেকেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং বাদ যোহর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এর পূর্বে সকালে রিপন সর্দারের নেতৃত্বে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।