নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে ফল ব্যবসায়ীদের মিলাদ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী চাষাড়া ফল ব্যবসায়ী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়ায় সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. নাছির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, মনির হোসেন সহ ফল ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সংকর, মিনাল সহ চাষাড়া ফল ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক ভাবে নানা আয়োজন করা হয়। কোরআন খতম থেকে শুরু করে মিলাদ ও দোয়া সহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com