কাজিম উদ্দিন স্মরণে জাহাজী শ্রমিক ফেডারেশনের শোক সভা ও দোয়া
প্রেসবাংলা ২৪. কম: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামীগের সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান স্মরণে জাহাজী শ্রমিক ফেডারেশনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে ৫নং ঘাট পোর্ট এরিয়ায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল
প্রধান অতিথির বক্তব্যে শহীদ বাদল বলেন, এতো তারাতারি শুক্কুর মাহমুদ ভাই, কাজিম ভাই চলে যাবেন ভাবতে পারিনি। ওনাদের মতো মানুষদের জায়গা অপূরনীয়। ওনাদের ছেলেদেরও মানুষের কল্যানে কাজ করতে রাজনীতিতে আসা উচিত।

তিনি আরো বলেন, তৃনমূল নেতাকর্মীদের পক্ষে কথা বলি, এটা আমার অপরাধ না। শ্রমিকলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যেনো কোন বির্তকিত লোক শ্রমিকলীগে প্রবেশ না করে।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজ্জামেল হক এর সভাপতিত্বে ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাষ্টার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুদ, মরহুম কাজিম উদ্দিন প্রধান এর ছেলে সাজ্জাদ উদ্দিন প্রধান, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি সরদার আলমগীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি জুয়েল প্রধান সহ অসংখ্য নেতৃবৃন্দ।