বন্দরে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
প্রেসবাংলা ২৪. কম: সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ১৯নং ওয়ার্ড মদনগঞ্জ বটতলার সামনে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে বিএনপির নেতাকর্মীরা।
এসময়ে মদনগঞ্জ বটতলা থেকে শুরু করে ফরাজীকান্দা দিয়ে সোনাকান্দা বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, পানির ট্যাংকি হয়ে বন্দর খেয়াঘাট পর্যন্ত বিভিন্ন স্থানের সাধারণ পথচারী, দোকানদার, রিক্সা চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
বন্দর থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদের সভাপতিত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনকে ব্যবহার করে গত ৭ জানুয়ারি একটি ড্যামি নির্বাচন আয়োজন করেছে। দেশের মানুষ এই পাতানো ড্যামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ক্ষমতার লোভে এই সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের গণতন্ত্রকে বিকিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এমন পর্যায়ে পৌছেছে যে মানুষ এখন বাজারে দিয়ে কাঁদে। চাল কিনলে ডাল কিনতে পারে না, তেল কিনলে লবন কিনতে পারে না। দেশের মানুষকে এই দুরবস্থা থেকে উত্তরণের জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা আজ বন্দরের মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। দেশের মানুষকে উদ্বুদ্ধ করে এই ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। আজ এই সভা থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাগারে বন্দি সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবি করছি।
মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে স্বাধীন করেছিলো। এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দু:শাসনে আজ দেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে আমরা দেশের মানুষের সামনে এই স্বৈরাচারী সরকারের অপকর্মগুলো তুলে ধরছি। এদেশের মানুষকে সাথে নিয়েই আমরা এই সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ভাতের অধিকার ফিরিয়ে আনবো। সে পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বিএনপি নেতা আলমগীর হোসেন চঞ্চল, আব্দুস সালাম, আশরাফ উদ্দিন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, মাহবুবুর রহমান, মাসুম মিয়া, মিজানুর রহমান রিপন, উজ্জ্বল সরদার, শিবু দাস, সারোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।