পুরো প্যানেল নিয়ে না’গঞ্জ আইনজীবী সমিতির দায়িত্বে মোহসীন-রনি

প্রেসবাংলা ২৪. কম: আপ্যায়ণ সম্পাদক পদে আওয়ামীলীগের সমর্থিত এড. মানজুদুল রশিদ রিফাত বিপুল ভোটের ব্যবধানে একমাত্র স্বতন্ত্র প্রার্থী এড. ইখতিয়ার হাবিব সাগরকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
এড. এড. মানজুদুল রশিদ রিফাত পেয়েছেন ৪৯৫ ভোট আর এড. এড. ইখতিয়ার হাবিব সাগর পেয়েছেন ১১৭ভোট এবং বাতিল হয়েছে ৫ ভোট।
মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয় । সকাল থেকেই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
এবার মোট ভোটার ১১৪২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬১৭ জন, অনুপস্থিত ৫২৫জন।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন(২০২৪ – ২৫) সনের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ১৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন- প্যানেলে সভাপতি পদে আছেন এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহা। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।