জমি সংক্রান্ত বিরোধের জেরে বক্তাবলীতে মহিউদ্দিন মেম্বারের নেতৃত্বে হামলা

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী স্টাইলে মহিউদ্দিন মেম্বার তার বাহিনীর লোকজন বরগা নেয়া কৃষক জনির (৩৬) উপর হামলা চালিয়ে বেদম মারধর গুরুতর আহত করেছে। এসময় জনির কৃষি জমিতে গিয়ে তান্ডব চালিয়ে সবজি নষ্ট করে এবং সবজির বিক্রির ৯৫ হাজার টাকা লুটে নেয় মহিউদ্দিন বাহিনী।

সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জনি বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার মৃত সানাল বেপারীর ছেলে।

এ ঘটনায় জমির প্রকৃত বক্তাবলীর গোপালনগর এলাকার জাহেদ আলীর ছেলে রাসেল শেখ বাদী হয়ে গোপালনগর এলাকার মৃত আফাজ উদ্দিন ভূইয়ার ছেলে মহিউদ্দিন মেম্বার তার ভাই আরব আলী, পূর্ব গোপালনগর এলাকার সিরাজ এবং একই এলাকার শহিদ মুদির ছেলে লিটন সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বক্তাবলীর গোপালনগর এলাকার জাহেদ আলীর ছেলে রাসেল শেখের সাথে একই এলাকার মৃত আফাজ উদ্দিন ভূইয়ার ছেলে মহিউদ্দিন মেম্বারের মধ্যে ১১৯ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই জায়গা নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করা হয়। রাসেল শেখ প্রকৃত মালিক হওয়ার সুবাধে জনি রাসেলের কাছ থেকে কিছু জায়গা বরগা হিসেবে নিয়ে সবজি চাষ করে। সোমবার জমিতে লাগানো ফুলকপি বিক্রি করার উদ্দেশ্যে পাইকারকে নিয়ে জমিতে যায়। ফুলকপি বিক্রি করে টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার সময় মহিউদ্দিন মেম্বার তার বাহিনীর লোকজন নিয়ে জনির উপর হামলা চালায়। এসময় মহিউদ্দিন সহ তার বাহিনীর সদস্যরা জনিকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মহিউদ্দিন গংদের হামলায় জনি মাটিতে লুটে পড়লে তার উপর আরো ঝাপিয়ে পড়ে এবং লাঠিসোটা দিয়ে বেধম মারধর করে এবং মাথায় মারাত্মক ভাবে আহত করে। এসময় জনির কাছে ফুলকপি বিক্রির ৯৫ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি নিয়ে যায়৷ পরে জনিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

এদিকে অভিযোগ উঠেছে মহিউদ্দিন একজন সামান্য মেম্বার হয়ে এমপি শামীম ওসমানের নাম ভেঙে নিজেকে চেয়ারম্যান এর ভাব নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার অপচেষ্টা করে। এলাকার কাউকে কোন তোয়াক্কা না করে জবরদখল সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। তারই সুবাধে রাসেলের কেনা সম্পত্তি দখলের উদ্দেশ্যে তার বাহিনী নিয়ে পায়তারা করে বেড়াচ্ছে। মহিউদ্দিন নিজেকে ঐ জমির মালিক হিসেবে দাবি করলেও স্থানীয় সালিশ না মেনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলের পায়তারা করছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে রাসেলের নামের একজন অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com