শামীম ওসমানের শান্তি মিছিলে জুয়েলের নেতৃত্বে যোগদান

প্রেসবাংলা ২৪. কম: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের আহবানে শান্তির মিছিলে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বুধবার (২২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তির মিছিলে যোগদান করেন তারা। মিছিলটি নগরীর ২নং ঢাকেশ্বরী থেকে শুরু করে চিটাগাং রোডের কাছাকাছি গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, বিএনপি সারা দেশে মানুষ হত্যা করে দেশকে একটা অরাজকতার দিকে ঠেলে দিতে চাচ্ছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। তাই তারা রাজপথে আছে। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করে আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর রাজনীতির মাধ্যমে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায়। আমরা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও শামীম ওসমানকে সাংসদ হিসেবে জয়ী করতে হবে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সিব্বির আহমেদ, সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, প্রচার সম্পাদক উজ্জ্বল চন্দ্র দে, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, ১ থেকে ৯ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com