সদর থানা যুবলীগের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

না’গঞ্জ সদর থানা যুবলীগের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর থান যুবলীগের কমিটি নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন থানা যুবলীগ কমিটির নেতৃবৃন্দ। যুবলীগ নেতৃবৃন্দের দাবি, বিএনপি-জামাতের দোসর স্বাধিনতা বিরোধি চক্রের প্রেত্মারা নারায়নগঞ্জ সদর থানা যুবলীগ কমিটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সদর থানা যুবলীগ নিয়ে বিভান্ত না হওয়ার আহবান জানিয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ।

যুবলীগ নেতৃবৃন্দ জানান, বেশ কয়েকদিন ধরে সদর থানা এলাকার গোগনগর ও আলীরটেক ইউনিয়নের বিভিন্ন জায়গায় কতিপয় ব্যক্তি সদর থানা যুবলীগের আহবায়ক কমিটি নামে বিভিন্ন প্রচার প্রচারনা চালাচ্ছেন। যা সম্পূর্ণ যুবলীগের গঠনতন্ত্র বিরোধি। এনিয়ে সদর থানা যুবলীগের কমিটি ও তৃনমূল নেতৃবৃন্দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

সদর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ইব্রাহিম মোল্লা বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পূর্বে কিছু কুচাক্র মহলের ইন্ধনে সদর থানা যুবলীগ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সদর থানা যুবলীগের বর্তমান কমিটি বহাল রয়েছে। জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগ যখন চাইবে সম্মেলনের মাধ্যমে নতৃন কমিটি হবে। এখন কোন কমিটি করা হয় নাই। তাই আমি সদর থানা যুবলীগের সকল সদস্য ও নেতাকর্মীদের এ নিয়ে বিভান্ত না হওয়ার আহবান জানাই।

বিবৃতিতে সদর থানা যুবলীগের সাধারন সম্পাদক সালেহ আহমেদ খোকন বলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের কমিটি বহাল রয়েছে। সদর থানা যুবলীগের শক্তি খর্ব করার জন্য ও সদর থানা যুবলীগকে সাংগঠনিকভাবে দূর্বল করার কিছু অসাধু লোক নতুন করে আহবায়ক কমিটি করা হয়েছে মর্মে প্রচারনা চালিয়ে যুবলীগ নেতৃবৃন্দ ও তৃনমূলের কর্মীদের বিভ্রান্ত করছে। যেকোন কমিটি করার সাংগঠনিক নিয়ম রয়েছে। বর্তমান কমিটিই সাংগঠনিক নিয়েম মেনে ভবিষতে সদর থানা কমিটি করবে। বর্তমানে সামনে জাতীয় নির্বাচন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে কাজ করতে হবে যাতে করে আবার জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলে, আমাদের সভাপতি শ্রদ্রেয় সাবেক জাতীয় ফুটবলার সালাহ উদ্দিন ভাইয়ের মৃত্যুর পর সভাপতির পদ খালি রয়েছে। কমিটির রেজুলেশন করে কাউকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ও দেয়নি। সামনে নির্বাচন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ^স্ত ভ্যানগার্ড হিসেবে পরিচিত সদর থানা যুবলীগে বিভেদ সৃষ্টি করার পাঁয়তারা করছে কিছু ষড়যন্ত্র কারী। আমরা সদর থানা যুবলীদের কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেকই যুবলীগ নেতৃত্বের পরিবর্তন হবে। এবং তা সম্মেলনের মাধ্যমেই।

সদর থানা যুবলীগ নিয়ে বিভ্রান্ত না হতে সদর থানা যুবলীগের নেতৃবৃন্দের মাঝে আরও বিবৃতি দেন, সদর থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও গোগনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহিম মোল্লা, সদর থানা যুবলীগের সহ সভাপতি মনির হোসেন, সহ সভাপতি ইদি আমিন ইব্রাহিম, আবু সাঈদ শিপল, কার্যকরি সদস্য নারায়ণগঞ্জ জেলা যুবলীগ, মোখলেছুর রহমান, সহ সভাপতি, গোগনগর ইউনিয়ন যুবলীগ, আঃ ছাত্তার, সহ সভাপতি, গোগনগর ইউনিয়ন যুবলীগ, তাহের আলী, রুস্তম আলী, যুবলীগ নেতা কবিরুল ইসলাম, সহিদ রহমান, কামরুল হাছান পারভেজ, মোসলেহ উদ্দিন, আবুল হোসেনসহ সদর থানা যুবলীগ ও এর আওতাধিন বিভিন্ন ইফনিট কমিটির নেতৃবৃন্দ।

৪৩ thoughts on “না’গঞ্জ সদর থানা যুবলীগের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  1. Ваше авто переполнено воспоминаниями о дорожных приключениях, но пришло время передать его в новые руки? Если вы хотите продать авто с пробегом, наш сервис поможет вам сделать это быстро и выгодно, обеспечивая надежность и прозрачность всего процесса.

  2. Промокод при регистрации 1xbet на 32500 рублей. Данный промокод 1хбет нужно ввести при регистрации в соответствующее поле. 1Xbet промокод при регистрации можно использовать только 1н раз в рамках одной учетной записи, но вы можете делиться им со своими друзьями. В 1xБет регистрация по номеру телефона является бесплатным и вторым по простоте способом создать личный аккаунт. Данный способ предусматривает наличие мобильного устройства, а также активной сим-карты, чтобы пользователь мог получить сообщение, в котором его будут ждать данные для входа. После того, как данные будут получены, останется ввести логин с паролем в соответствующие поля. Воспользуйся 1хбет официальный сайт промокоды, получи бесплатную возможность увеличить свой первый депозит до 32500 рублей в БК 1xBet. Промокоды 1xBET актуальные сегодня. На игровой платформе БК «1xbet» функционирует бонусная программа, способствующая привлечению новых игроков и мотивации делать больше ставок для зарегистрированных пользователей. Бонусная программа содержит множество различных бонусов, которые каппер может активировать при помощи специальных промокодов. 130% бонус от первого депозита на ставки. Получай бонус до 130%, но не превышающий 32500 рублей на ставки от 1xbet. Переходим на сайт букмекера.

  3. Бесплатный промокод в 1xBet для бесплатной ставки на сегодня. 1хБет – один из популярнейших букмекеров на территории РФ и Европы. Оператор регулярно обновляет акционные предложения для только пришедших и постоянных пользователей, предоставляя возможность заработать на беттинге. реальные промокоды на 1хбет. Согласно условиям клиенты, впервые зарегистрировавшиеся на площадке, могут получить промокод на бесплатную ставку. Коды выдаются непосредственно оператором. При создании аккаунта беттер предоставляет номер телефона. На него приходит код. Воспользовавшись последним, можно сделать фрибет и получить реальный доход. Это сделать просто, если иметь промокод 1xbet на сегодня бесплатно. Правда, дается он при условии выполнения некоторых правил. 1xbet бонус при регистрации. Не совсем промокод, но вы все равно ставите не свои деньги, если пополните депозит, – 100% бонуса от внесенной суммы. Максимум указан в верхней части главной страницы официального сайта.

  4. Желаете сделать заказ на продвижение сайта? Seoalex предлагает только качественные услуги. Специалисты знают, как привлечь внимание клиентов и повысить доход. Они профессионально выполняют свою работу и быстро реагируют на все запросы. Ищите сео оптимизация сайтов? Seoalex.ru – уникальный сайт, где предложена актуальная цена на рекламу и продвижение сайтов. Здесь оказывают бесплатную консультацию и гарантируют конфиденциальность клиентской информации. Выберете компанию «Seoalex», которая поможет интернет-бизнесу достичь высочайших успехов!

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com