ফতুল্লার আওয়ামীলীগ নেতা হাকিম চৌধুরী আর নেই
প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ আজ বৃহস্পতিবার (১১ মে) বাদ আসর কানাইনগর সোবহানীয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে কানাইনগর নীজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বাদ যোহর মাসদাইর গভঃগার্লস স্কুলের পাশে ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং কানাইনগর স্কুল এন্ড কলেজ মাঠে বিকেলে ২য় জানাযায় বাংলাদেশ আওয়ামী লীগ ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদউল্লাহ বক্তব্য রাখেন। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্নশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ -সভাপতি নির্বাচিত হন। তিনি আজ সকাল ৭ঃ০০টায় মাসদাইর নীজ বাসভবনে ৮৭ বছর বয়সে মারা যান। মৃত্যু কালে তিন ছেলে চার মেয়ে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।