বুড়িগঙ্গা থেকে মেয়ে শিশুর লাশ উদ্ধার
প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ১০ বছর বয়সী মেয়ে শিশুর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থায় পাগলা নৌ পুলিশ লাশটি উদ্ধার করেন।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
পাগলা নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কোস্টগার্ডের দেয়া সংবাদে অনুমানিক ১০ বছর বয়সী মেয়ে শিশুর লাশ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। লাশটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিলো। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে।