নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৭ নেতা কারাগারে

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৭ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৭ মে) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে নাশকতার মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইফতেখার আহমেদ রাজু, যুগ্ম আহবায়ক ফয়সাল শান্ত, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির, কাশিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ ও সাধারণ সম্পাদক শাহাদাতের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ আদালতের।

এ সময়ে আদালতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে দ্রুত কারামুক্তির দাবী জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com