ডাকাত দলের সরদার বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

ডাকাত দলের সরদার বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ ডাকাত দলের সরদার শরাফত আলী স্বপনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দুপুরে র‌্যাব ১১ সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেছেন। এ আগে মঙ্গলবার রাতে জেলার বন্দর থানাধীন তালতলা এলাকায় হাইওয়ে রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, মঙ্গলবার রাতে মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়। এর সময় তার থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি লোহার পাইপ, ১টি ছোরা, ১টি মোবাইল, ১টি সিম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, শরাফত আলীসংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘ দিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com