১২ হাজার পরিবারের মুখে হাসি ফোটালেন প্যানেল মেয়র বাবু

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও এসবি স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কের উদ্যোগে দুস্থ অসহায় মানুষদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র ও এসবি স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী আব্দুল করিম বাবু।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর পাইকপাড়া আদর্শ বালিকা কলেজ মাঠে এই ১২ হাজার পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
প্রত্যেক পরিবারকে দুই কেজি করে পোলাওয়ের চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি করে সেমাই, চিনি, লবণ ও গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়।
প্যানেল মেয়র আব্দুল করিম বাবু জানান, দীর্ঘ ১৩ বছর ধরে ১৭ নং নিজ ওয়ার্ডের দরিদ্র অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও তাদের মুখে হাসি ফোটাতে ঈদসামগ্রী বিতরণ করে আসছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন এসবি স্যাটেলাইট ক্যাবলের পরিচালক এমআরকে রিয়েন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।