বঙ্গসাথী ক্লাবের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ

প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাব। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে দেওভোগ আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাবটির নিজ কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করা হয়।

বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা যুবলীগের সহ-সভাপতি আলী রেজা রিপন, খালেদ হাসান, শফিকুল ইসলাম লিটন, বঙ্গসাথী ক্লাবের সহ সভাপতি আব্দুর রউফ খোকন, ফয়জুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, প্রমুখ।

সভাপতির বক্তব্যে উজ্জল বলেন, আমি ভালো কাজে সকলের সহযোগী চাই। যারা এ কাজে সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এ ধরনের কাজে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

বক্তব্য শেষে দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com