কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
প্রেসবাংলা ২৪. কম: বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক লীগের নতুন কমিটি হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করা হয়।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক লীগের আহ্বায়ক কমিটিতে যুক্ত হলেন যারা, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক এড. ওয়াজেদ আলী খোকন, সদস্য সচিব শাহ জামাল, মহানগর কৃষক লীগের আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব আবু সুফিয়ান (লেলিন), নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক করিম আহমেদ, এবিএম কামরুজ্জামান, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাকির হোসেন, দিক্বী বিজয় মন্ডল, মহানগর কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, আলী আকবর খান, আব্দুস সালাম, রনু লাল নন্দি প্রমূখ।