আড়াইহাজারে ২৬ হাজার লিটার ভেজাল জুস ধ্বংস

আড়াইহাজারে ২৬ হাজার লিটার ভেজাল জুস ধ্বংস

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‍্যাব।

রোববার দুপুরে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী পূর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রোডাক্টসে এ অভিযান চালানো হয়। এ সময় এক লাখ টাকা জরিমানা এবং প্রায় ২৬ হাজার লিটার ভেজাল জুস ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এবং র‍্যাব-১১, সিপিসি-১ এর এএসপি মো. খলিলুর রহমান। এ সময় ক্যাব, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে তাদের লোগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার এবং ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ২৬ হাজার লিটার জুস ধ্বংস করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com