বন্দর থেকে অপহৃতা ফেনী থেকে উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দর থেকে অপহৃত তরুনী হেলেনা আক্তার (১৪) কে দীর্ঘ ৮ মাস ৬ দিন পর উদ্ধারসহ রবিউল হাসান শান্ত (২৩) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড় এলাকা থেকে ওই তরুনীকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৯ মে বন্দর উপজেলার তিনগাওস্থ মিনারবাড়ী এলাকায় ওই তরুনী অপহরনের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত অপহরনকারি রবিউল হাসান শান্ত লক্ষীপুর জেলার রামগড় থানার ভাটিয়ালপুর এলাকার হান্নান মিয়ার ছেলে।
উদ্ধার হওয়া তরুনী হেলেনা আক্তার বন্দর তিনগাওস্থ মিনারবাড়ি এলাকার জুয়েল মিয়ার মেয়ে। পুলিশ অপহৃতা তরুনীকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে সাথে গ্রেপ্তারকৃত অপহরনকারি রবিউল হাসান শান্তকে বুধবার দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণকরেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২০২২ ইং সালের ২৯ মে সকাল ১০টায় বন্দর উপজেলার তিনগাওস্থ মিনারবাড়ি এলাকা থেকে তরুনী হেলেনা আক্তারকে জোর পূর্বক ভাবে অপহরন করে নিয়ে আত্মগোপন করে অপহরনকারি রবিউল হাসান ওরফে শান্তসহ বেশ কয়েকজন অপহরণকারি।
এ ঘটনায় অপহৃতা তরুনী মা বাদী হয়ে বন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করলে অপহরণ ঘটনার দীর্ঘ ৮ মাস ৬ দিন পর র্যাব-১১ সহযোগিতায় বন্দর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানার ফিরিঙ্গিপাড়া অভিযান চালিয়ে অপহৃতা তরুনীকে উদ্ধারসহ অপহরনকারি রবিউল হাসান শান্তকে গেপ্তার করতে সক্ষম হয়।